বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ খালেক সরকারের সভাপতিত্বে ইউনিয়ন পযার্য়ে সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।