কাহারোল,দিনাজপুর প্রতিনিধি ,মোঃরশিদুল ইসলাম(টিপু) ll
সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর যৌথ আয়োজনে ২ ফেব্রুয়ারী’ রবিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্তর হতে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের নেতৃত্বে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুস সালাম, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সবুজ চন্দ্র রায়, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ জাহানারা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।