মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি)
আজ শনিবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় সাটুরিয়া -বালিয়া মহাসড়কের কাওয়ালী পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাএের বাড়ি ধামরাই গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে সে আলতাফ হোসেনের ছেলে, নিহত স্কুলছাত্রের নাম মোঃ মাসুদ রানা(১৩) সে প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাএ।
এদিকে স্কুলছাত্র নিহতের খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করে।এসময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়।উওেজিত জনতা ঘাতক ট্রাক চালক জহিরুল কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।নিহত মাসুদ রানা প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠার প্রস্তুতি নেয় সেই সময় ঘাতক ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনা স্হলে তার মৃত্যু হয়।
ধামরাই কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রর আই.সি রাসেল মোল্লা জানান স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় ঘটনাস্থলে স্কুল ছাএ মারা যান।ঘাতক চালক ও ট্রাক আটক করা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।