এম নজরুর ইসলাম,তালা প্রতিনিধিঃ
৩০ জানুয়ারি বৃহস্পতি বার সন্ধ্যায় আনুমানিক ৬ টার দিকে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব, ওয়ার্কার্স পার্টির জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির বারবার নির্বাচিত সভাপতি বর্ষীয়ান কমরেড সবার প্রিয় ব্যক্তিত্ব সরদার বাহরুল ইসলাম (৬৫)। মৃত্যুর সময় তিনি ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রী, আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
“সরদার বাহরুল ইসলাম” তার রাজনৈতিক জীবনে ১৯৭২ সালে পার্টির সাথে সম্পৃক্ত হন। তার জীব দ্দশায় সন্ত্রাস ও জঙ্গীবা বিরোধী, কপোতাক্ষ আন্দোলন, জলাবদ্ধতা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন।
১৯৮০ সালে জাতীয় কৃষক সমবায় সমিতির সদস্য হন।
পরে জাতীয় কৃষক সমিতির সদস্য হন, ১৯৯৫ ও’৯৬ সালে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনে নেতৃ স্থানীয় ভূমিকা পালন করেন। ২০১৮ সালে প্রথম জালালপুর ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তী তে আবার ২০১৯ সালে পূনরায় সভাপতি নির্বাচিত হন মৃত্যুু সময় তার বয়স হয়েছিল( ৬৫) বছর। ক্যান্সার জনিত কারনে তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কমরেড বাহারুল সরদারের মৃত্যুতে তালা উপজেলা ওয়ার্কর্স পার্টি সহ তালা উপজেলা জাসদ শোক সন্তপ্ত শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন
তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক কমরেড সরদার রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক কমরেড হিরন্ময় মণ্ডল, কমরেড অাদিত্য মল্লিক, কমরেড সব্যসাচী মজুমদার বাপ্পী, কমরেড মনোজিত ঘোষ, কমরেড কালিপদ মণ্ডল, কমরেড অজিত বৈদ্য, কমরেড নাজমুল, কমরেড রবীন্দ্রনাথ সরকার ও অধ্যাপক নজরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল – (জাসদ) তালা উপজেলা শাখার নব- নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ।