তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না সাতক্ষীরার তালা উপজেলার মেধাবী ছাত্র মেহেদী হাসান (২০)। মেহেদী উপজেলার মুড়াকলিয়া গ্রামের হতদরিদ্র আব্দুল হাকিমের ছেলে। সিরাজগঞ্জের শাহাজাদপুরে গড়ে ওঠা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগে চান্স পেয়েও মাত্র ১৭ হাজার ৬৫০ টাকার জন্য ভর্তি হতে পারছে না।
অদম্য মেধাবী মেহেদী হাসান জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে তাকে ভর্তি হতে হবে। কিন্তু ভর্তি ফিসের ১৭ হাজার ৬৫০ টাকা তার হতদরিদ্র পিতার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। বর্তমানে অর্থের অভাবে তার ভর্তি হওয়া অনিশ্চিত হবার পাশাপাশি লেখাপড়াও বন্ধের উপক্রম হয়ে পড়েছে। দুই ভাইয়ের মধ্যে মেহেদী হাসান ছোট। তার পিতা অন্যের জমিতে কাজ করে কোনমতে সংসার চালান।
তার পরিবারের পক্ষ থেকে লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে। এ জন্য ০১৭২১-২৬৭৩৬৭ অথবা ০১৯৩১-৯৬৫২৯০ নাম্বারের মোবাইলে যোগাযোগ করা যেতে পারে।