দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে।১৯ জানুয়ারী’২০২০ রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে স্বামী-স্ত্রী দুই জন মিলে মোটর-সাইকেল যোগে ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার সময় ক্ষেরপুকুর ন্মমক স্থানে ট্রলিকে অভারটেক করতে গিয়ে ট্রলির ধাক্কায় আখি আক্তার (২২) নামে এক জন ঘটনা স্থলেই নিহত হয়। নিহত আখি আক্তার উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহিন আলমের স্ত্রী এক সন্তানের জননী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায়। আখি আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার পরিবারে মাঝে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তার নিজ বাসভবনে ছুটে যান দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।