কাহারোল (দিনাজপুর)মোঃরশিদুল ইসলাম(টিপু)
৬ জানুয়ারী সোমবার কাহারোল উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মনিরুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুই ইটভাটায় ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউপিতে অবস্থিত মেসার্স আবরার ব্রিক্স এর মালিক রোকনুরজ্জামান এবং মেসার্স ও কে ব্রিক্স এর মালিক মোঃগোলাম মোস্তফাকে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন)আইন-২০১৩ অনুযায়ী প্রতি ইট ভাটা মালিকগনকে ১লক্ষ টাকা করে দুজনকে ২লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ও ইট প্রস্তুত কাজ স্থগিত করেন।