বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥
দিনাজপুরের বীরগঞ্জে সবুজ বাংলা নিউজের কার্যালয় উদ্বোধন ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে দিনাজপুর -১ (বীরগঞ্জ -দিনাজপুর) জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশের উন্নয়নের পথিক হলো সাংবাদিক সমাজ।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জের পীরগঞ্জ রোডস্থ সবুজ বাংলা নিউজের কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিক সমাজকে সোচ্চার হতে হবে। সবুজ বাংলা নিউজ হোক বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সত্যনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম, সাংবাদিকতা পেশার সম্মান রক্ষা করে পেশাগত মান নিজ নিজ অবস্থানে থাকলে তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা এবং দেশ ও জাতি এগিয়ে যাবে।
সবুজ বাংলা নিউজ এর সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা মোঃ শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি রুবান, সাধারণ সম্পাদক মুক্তি, তাঁতী লীগের আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, কৃষ্ণ চন্দ্র সরকার, সবুজ বাংলা নিউজ এর সম্পাদক উত্তম শর্মা, সহ -সম্পাদক বিকাশ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, সবুজ বাংলা নিউজের বার্তা সম্পাদক প্রদীপ রায়, স্টাফ রিপ্টার আব্দুল জলিল, মোজাম্মেল হক, আরমান, নাজমুল ইসলাম, তোফাজ্জল হোসেন, ।
আলোচনা সভার পূর্বে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সবুজ বাংলা নিউজের সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ ইয়াসিন আলী ও সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা মোঃ শামীম ফিরোজ আলম।