শেখ সাহেদ মিয়াঃ মৌলভীবাজার প্রতিনিধি
মাদক ছাড়, নয়তো মৌলভীবাজার ছাড়” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম-বার) এর নির্দেশক্রমে অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে মৌলভীবাজার সদর উপজেলার বাগারাই গ্রামের গিয়াস উদ্দিন গ্রেফতার।
জানা যায়,গত কাল মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন ও কমিউনিটি পুলিশিং) সহ এসআই(নিঃ)তাপস চন্দ্র রায়, এসআই(নিঃ)মোঃ সাব্বির আহসান, এএসআই (নিঃ) মোঃ শরীফ মিয়া কং/৭১৪ প্রনয়গন গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন বাগারাই এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী গিয়াস উদ্দিন (লাল গেঞ্জী পরিহিত) পিতা-মৃত রহমত উল্যা, সাং-বাগারাই, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।
তাহার কাছ থেকে উদ্ধার করা হয় একটি খালি বেনসন সিগারেটের প্যাকেটের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো ২১০ (দুইশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য ৬৩,০০০/-টাকা, নগদ ১৮৫০ (এক হাজার আটশত পঞ্চাশ) টাকা, ফুয়েল পেপার ০১ বান্ডিল, গ্যাস ম্যাচ লাইট ১০(দশ) টি, এবং ০১ টি লাল রং এর ইয়ামাহা মটর সাইকেল উদ্ধার করেন।
আসামী গিয়াস উদ্দিন একজন মাদক সম্রাট। তাহার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে এএসআই (নিঃ) মোঃ শরীফ মিয়া বাদী হইয়া এজাহার দায়ের করিলে তাহার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
আসুন আমরা সবাই মাদক-কে না বলি, একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলি।