বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম , পিপিএম (বার) এর নির্দেশে দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে বীরগঞ্জ থানায় কর্মরত অফিসার ইনচার্জ সাকিলা পারভিন এর নির্দেশে এস আই আলন চন্দ্র বর্মণ,, এস আই মো. নিমাই কুমার রায়, এএস আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ২৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৮টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমারপুর গ্রামে অভিযান চালিয়ে মো: দবির উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম(২৭) এর বাড়ীতল্লাশি করে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এসময় মাদক সম্রাট উপজেলা পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ (কাজল) গ্রামের মো: রহিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম(৩৫) পালিয়ে যায়। এব্যাপারে এসআই নিমাই চন্দ্র রায় বাদী হয়ে তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং – ১৪ তারিখ ২৪/১২/২০১৯ইং ধারা ৩৬(১) ১৯ এর (ক)।