বিকাশ ঘোষ : বীরগঞ্জে ২ জুয়ারীকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। জুয়ারীরা প্রকাশ্য জুয়া খেলার অপরাধে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিলা পারভিনের নেতৃত্বে আলন চন্দ্র বর্মণ , এসআই নিমাই কুমার রায় ও এএসআই সফিকুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স নিজপাড়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী, নগদ অর্থ১৪৪০ টাকা কয়েক সেট তাস, তাবু ও বিছানাপত্র জব্দ করে এবং ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষ গ্রামের মৃত কালিপদ রায়ের ছেলে নন্দ কুমার রায় (৫৫) ও , বিদিশীয় ঋষি ছেলে শিল্পী ঋষি (২৫ ) সহ ২ জুয়ারীকে গ্রেফতার করে। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রকাশ্য জুয়ার আসর বসিয়ে, জুয়া খেলার অপরাধ ও ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা। এব্যাপার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন সংবাদের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, প্রকাশ্য জুয়ার আসর বসিয়ে তাঁরা জুয়া খেলার অপরাধে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে জুয়ারীদের বিরুদ্ধে ১৯৬৪ সালের জুয়া আইনে ৪ ধারায় মামলা দায়ের করে বিচারের জন্য রোববার সকালে দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ২১/১২/২০১৯