বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥
কমলা শীতকালীন ফল হিসেবে দেশের সর্বত্র তথা দিনাজপুরের বীরগঞ্জের মানুষের কাছে ও জনপ্রিয় একটি ফল হিসেবে পরিচিত। এবার শীতের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে ফলের দোকানে সুদৃশ্য সুতার প্যাকেট আকারে বাউকুলের মতো চাইনিজ কমলা ফলের দোকানগুলোতে ব্যাপক হারে স্থান করে নিয়েছে। বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ফল ব্যবসায়ীরা পিছিয়ে নেই এই চাইনিজ কমলা বিক্রিতেও। পৌরসহ সহ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে প্রতিনিয়ত সরবরাহ এবং বিক্রি হচ্ছে চাইনিজ কমলা। তবে সংশ্লিষ্ট মহলের মন্তব্য ভারতীয় কমলার চেয়ে এ কমলা পুষ্টি গুন ও সুস্বাদু বেশি তাই দ্রুত এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে দখল করে থাকা ভারতীয় কমলার বাজারে জনপ্রিয়তার ধস নেমে আসার আশঙ্কা করছে চাইনিজ কমলার আমদানির কারণে। এর ফলে ফল ব্যবসায়ীরা অনেকেই প্রতি বছরের ন্যায় এবারও ভারতীয় কমলা বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অর্থাৎ আরতদারদের কাছে পুঁজি বিনিয়োগ করে এখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে চরম ভাবে হতাশায় ভুগছে। বর্তমানে ভারতীয় কমলার দাম ১৫০ কেজি এবং চাইনিজ কমলা ১২০ টাকা প্যাকেট বিক্রি করতে দেখা গেছে।