বীরগঞ্জ হাসপাতালে রোগীদের সুবীধাতে ডাইনিং টেবিল ও চেয়ার প্রদান
বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাওয়া -দাওয়ার জন্য একটি ডাইনিং টেবিল ও আটটি চেয়ার প্রদান করা হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজের সম্মানিত প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ) জিয়াউর রহমান জিয়া টেবিল ও চেয়ার সামগ্রীগুলো বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর কবিরের কাছে হস্তন্তার করেন। রোগীদের খাওয়ার জন্য একটি ডাইনিং টেবিল ও আটটি চেয়ার উপহার দিয়েছেন । উপহার সামগ্রী গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির বলেন, হাসপাতালের উন্নয়নে সকালে অংশগ্রহণ করলে সেবার মান বৃদ্ধি পাবে । তিনি জিয়াউর রহমান জিয়াকে অভিনন্দন ও ধ্যানবাদ জানান, তিনি আশা করেন তার এই সহযোগিতা অব্যাহত থাকবে ।