মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর ।।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় দিনাজপুরে ৩ দিনব্যাপী (১০ – ১২ ডিসেম্বর, ১৯) ৩য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
” বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান ” এ দিনাজপুর শহরের বালুবাড়ির পল্লীশ্রী’র প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালাটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
১২ ডিসেম্বর, ১৯ বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত দিনাজপুর এর সম্পাদক সুব্রত মজুমদার ডলার, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, আইনজীবী ও মানবাধিকারকর্মী এ এ এম মুনীর চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী আসাদুল্লাহ সরকার ও নিউজ নেটওয়ার্কের কর্মকর্তা শ্যামল রায়।
নারী ও মেয়েদের অধিকার ও আন্তর্জাতিক আইন মান বিষয়ক অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন – স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আলোচক বা প্রশিক্ষক হিসেবে ছিলেন নিউজ নেটওয়ার্ক এর প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী আসাদুল্লাহ সরকার, আইনজীবী ও মানবাধিকারকর্মী এ এ এম মুনীর চৌধুরী।