মোঃ এহসানউল্লাহ আল মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
মুক্তার আলী। বয়স ছুঁয়েছে ষাটের কাছাকাছি। পেশায় দিনমজুর। হতদরিদ্র এ মানুষটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাকসা দক্ষিণ পাড়ার বাসিন্দা মক্তার আলী ওই গ্রামের মৃত নূর বক্সের পুত্র।
জানা গেছে- হতদরিদ্র দিনমজুর মুক্তার আলী (৫৮) প্রায় ২বছর ধরে আক্রান্ত হয়েছেন মরণব্যাধি ক্যান্সারে। চিকিৎসাও করিয়েছেন অনেক স্থানে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতায় থমকে গেছে পরবর্তী চিকিৎসার বন্দোবস্ততা। ফলে জীবনের পথচলায় বেঁচে থাকার আকুতি তার।
মুক্তার আলী – ‘প্রথমে তার মুখ গহব্বরের ক্ষত ও টিউমারে আক্রান্ত হয়। যার বর্তমান পরিণতি মারণব্যাধি ক্যান্সার। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারসহ আশপাশের এলাকার অনেক সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছি।’
কেঁড়াগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম ‘কিছুদিন পূর্বে আমরা এলাকা থেকে টাকা তুলে হতদারিদ্র মুক্তার আলীকে ভারতের কলকাতার বারাসত ক্যান্সার হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।’
মুক্তার আলীর উন্নত চিকিৎসার জন্য এলাকার বিত্তবান ও সরকারের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি সদয় দৃষ্টি কামনা করেছেন তার স্বজনরা।