সেলিম সম্রাট রংপুর ব্যুরো: প্রতিবারের ন্যায় এবারেও ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমনিরহাট জেলার সদস্যদের উদ্যোগে ৫ ডিসেম্বর বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে জেলার সামাজিক ব্যক্তিদের ধন্যবাদ কার্ড, ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয়।
জেলা ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর কার্য নির্বাহী সদস্য তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল বলেন, যারা সমাজের জন্য কাজ করেন, দিন রাত পরিশ্রম করেন কিন্তু তারা সে অনুযায়ী সম্মান ও মর্যাদা পায় না। সে জন্য আমরা তাদের প্রতি সম্মান জানানোর জন্য প্রতি বছর এই দিবস আয়োজন করি। ভলান্টিয়াররা বিশিষ্ট সামাজিক ব্যক্তি হিসেবে কলেজের অধ্যক্ষ, পুলিশ কর্মকর্তা, আনসার, সাংবাদিক, আইনজীবি, সরকারী কর্মকর্তা এবং সমাজকর্মীদের কে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত দিবসে ভোলান্টিয়ার ফর বাংলাদেশ লালমনিরহাট এর ইভেন্ট পরিচালক তৌফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, সনজিৎ দেব, নওরিন রহমান, অাবু রায়হান ও সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।