মোঃ এ হসান উল্লাহ আল মামুন সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় প্রকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।
এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়নে প্রকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্থ ৩শ’৩৮ টি অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর চাউল ২০ কেজি হারে ৬ মে.টন ৭৬০ কেজি চাউল বিতরণ করা হয়।