কাহারোল সংবাদদাতাঃ
দিনাজপুরের কাহারোলের এগার মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থী নিহত। প্রতক্ষ্যদর্শীরা জানান, গতকাল রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ইটুয়া গ্রামের মোঃ মন্টু রহমানের পিএসসি পরীক্ষার্থী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আসমা পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে এগার মাইল নামক স্থানে একটি অজ্ঞাত কার স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমা মৃত্যুবরণ করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার রায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশের সঙ্গে যানবাহন চলাচল বন্ধ ছিল।