মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামে শনিবার (১৬ই নভেম্বর) অভিযান চালিয়ে ১কেজি ৮৫০গ্রাম হেরোইন ও ৭৪৬পিস ইয়াবা উদ্ধার করেছে ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। ধান্যখোলা বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দূর্গাপুর গ্রামের আক্তার ভারত থেকে হেরোইন ও ইয়াবার একটি বড় চালান এনে তার বাড়িতে মজুদ করেছে। তারপর তার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ৮৫০গ্রাম হেরোইন ও ৭৪৬পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে আক্তার পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।