মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোরের শার্শা উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু পেঁয়াজ ব্যবসায়ীদের ২২০০০ (বাইশ হাজার) টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ব্যবসায়ীদের কেউ পেঁয়াজ কেজি ১৩০ টাকা ক্রয় করে খুচরা কেজি ২০০-২৩০ টাকা বিক্রি করছে আবার কেউ কেজি ১৫০-১৬০ টাকা ক্রয় করে খুচরা কেজি ২০০-২৩০ টাকা বিক্রি করছে। অধিকাংশ ব্যবসায়ী ক্রয়কৃত পণ্যের মুল্য তালিকা দেখাতে পারেনি এবং পণ্যের মূল্য প্রদর্শন না করে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নাভারণ ও বেনাপোল বাজারের চারটি পাইকারি দোকানদারকে ভোক্তা-অধিকার আইনে ২২০০০/- (বাইশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শার্শা উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের উপর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।