এন ইসলাম সাতক্ষীরা তালা প্রতিনিধিঃ গতকাল সোমবার বিকালে ঘূর্ণি ঝড়ে গাছের আঘাতে মর্মান্তিক মৃত্যু বরনকারী অসহায় নিছারের বাড়িত যান তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের জানাজায় অংশ নেন। এ সময উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। ঘূর্ণি ঝড় বুলবুলি’র প্রভাবে শনিবার ভোর রাতের ঝড়ে ঘরের উপর গাছে পড়ে ঘুমন্ত অবস্থায় গাছের ডালের প্রচন্ড আঘাতে গুরুতর আহত হয় নিছার সরদার। আহত অবস্থায় তাকে প্রাথমিক পর্যায়ে তালা হাসপাতালে ভর্তি করা হলে শারিরীক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে রিফার্ড করা হলে পথি মধ্যে রাস্তায় মৃত্যু হয় নিছার সরদারের। গতকাল সোমবার দুপুরে নিছার কে বাড়িতে আনা হলে তালা উপজেলা নির্বাহী অফিসার মরহুমের বাড়িতে যান এবং জানাযায় অংশ নেন। অসহায় শোকাহত পরিবার টি কে সান্তনা দেন এবং সমবেদনা জানান।তিনি পরিবারটিকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য মরহুম নিছার সরদার মহান্দী গ্রামের কিনার সরদারের পুত্র।