মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ খেলতে গোপালগঞ্জ স্পোটিং ক্লাবের ১৮ সদস্যের একটি প্রতিবন্ধী ক্রিকেট দল রবিবার বিকাল ৩ টায় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে প্রবেশ করে। ভারতের আমন্ত্রনে দলটি কলকাতায় গিয়েছে প্রীতি ম্যাচ খেলতে। ১১ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ। দলের অধিনায়ক গোপালগঞ্জ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ জানান, বাংলাদেশী খোলোয়াড়রা ভালো খেলে জয় ছিনিয়ে আনবে এবং দেশের ভাবমূর্তী আরো উজ্বল করবে এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।