শফিকুল ইসলাম(এম এ)বরিশাল প্রতিনিধি:-
কাজের ফাকে সবারই ভ্রোমনেরও প্রয়োজন আছে সে শুবাদে সাংবাদিক বি এম মনির হোসেনের পুরানো বন্দু মোঃ আলীআহাম্মাদ অফিসার ইনচার্জ রাঙ্গাবালী থানাথেকে ছুটি নিয়ে বরিশাল শহরে ঘুরতে আসেন বরিশাল শহরে এসে পুরানো বন্দু সাংবাদিক বি এম মনির হোসেনকে বরিশাল শহরে আসতে বলেন সাংবাদিক বি এম মনির হোসেন আগৈলঝাড়া থেকে বরিশাল শহরে তার বন্দু ওসি মোঃ আলীআহাম্মাদের কাছে চলে আসি এসে সহরের অলী গলী থেকে শুরু করে দুই বন্দু শাড়া শহর ঘুরেছি এবং অনেক আনন্দ উপভোগ করেছি অনেকদিন পরে একত্রে হলে যা হয় তা তো বুঝাই যায় কতো আনন্দো হয়, আর মজার কথা হলো রাতে খাবার টেবিলে যখনি গেলাম অবাক হলাম সুধু মাছ আর মাছ দেখে পেলেটে এক চামচ ভাত আর সব মাছ আর মাছ কতো প্রকার খেয়েছি তা নিজেও জানিনা সাংবাদিক বি এম মনির হোসেন। পরের দিন ওসির ছুটি শেষে ওসি চলে গেলেন রাঙ্গাবালী থানায় আর সাংবাদিক চলেএলেন আগৈলঝাড়ায় এই হলো বন্দুদের ভালোবাসা।