মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোর, শার্শা উপজেলার পাঁচভূলাট গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৯ই নভেম্বর) সকালে সীমান্তবর্তী পাঁচভূলাটে অভিযান চালিয়ে ইকবাল হোসেন (২৪) নামে ঐ মাদক ব্যবসায়ীকে ৫০০পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ইকবাল হোসেন পাঁচভূলাট গ্রামের আলাউদ্দীনের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।