মিজানুর রহমান (ধামরাই) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে মুন্নী আক্তার (১৪) ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ ধামরাই থানা পুলিশ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (৩ নভেম্বর) বিকালে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন রাজাপুর গ্রামে।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে মনির হোসেনের মেয়ে মুন্নী আক্তার, একই এলাকার চররাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭) সাথে প্রেমের সম্পর্ক হয়। পরে রবিন ইসলাম প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করলে মুন্নী আক্তার হতাশা হয়ে পরে এবং সে নিজ ঘরের আরার সাথে ফাঁস নেয়।
এব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক(এসআই) আবু সাঈদ বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানা হস্তান্তর করা হয়েছে এবং জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত আটককৃতরা হলো ১. রবিন ইসলাম (১৭) পিতাঃসিদ্দিকুর রহমান। ২. শফিকুল খান (১৬) পিতাঃইউনুস খান।৩.বকুল মিয়া (১৫) পিতাঃআবঃ বারেক।৪.রাব্বিা মাহবুব (১৬) পিতাঃ জাকির হোসেন। ৫.সরফ উদ্দিন (১৬) পিতাঃ নজরুল ইসলাম নজু। আটককৃতরা সকলেই চররাজাপুর এলাকার।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নিহতের মরদেহ অধিকতর তদন্ত শেষে, ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালে মর্গে প্রেরণ করা হয়েছে।