মোঃএহসানউল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর
আহমেদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১
মিনিট নিরাবতা পালন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন,
জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ,
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মো. শাহাজান আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা,
দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার
সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু,
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশিসহ জেলা,
উপজেলা,
পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ জাতীয় চার নেতা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুফান কোম্পানী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।