মোঃ মাহাবুব আলম ঠাকুরগাঁও রানীশংকৈল প্রতিনিধি
সারাদেশের মত ঠাকুরগাঁও রানীশংকৈলে চলছে রমরমা পেঁয়াজের বাজার ১ কেজি আপেলের দামে বর্তমানে পাওয়া যাচ্ছে ১ কেজি পেঁয়াজ যেটা সাধারন মানুষের কাছে কেনাটা হয়ে উঠেছে অসম্ভব ক্রেতারা বলছে যারা বড় বড় লিডার তাদের গুডানে আছে শত শত পেঁয়াজের বস্তা সেটা দেখার মত কেউ নেই আর তারা সেই পেঁয়াজের বস্তা লুকিয়ে রেখে সাধারন ব্যাবসায়ীদের কে বলতেছে যে পেঁয়াজ বাজারে নেই তাই দাম বেশি এখানে আমাদের মত ব্যাবসায়ীদের কি করার আছে আর সাধারন জনগনের কথা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন টিভি চেনালে পত্রিকায় বলতেছে যে পেঁয়াজ নানান দেশ থেকে আনা হচ্ছে তাহলে পেঁয়াজের দাম কেন এখনো কমছে না কেন ক্রেতাদের এবং সাধারন জনগনের ও কৃষকের প্রশ্ন এই ভাবে চলতে থাকলে আমরা কি ভাবে চলবো যেখানে আমরা নেয্য মুল্যে ধানের দাম পাচ্ছি না চালের দাম পাচ্ছি না অথচ সবজি এবং পেঁয়াজের দাম