আনোয়ার সাদাত পাটোয়ারী রিপনঃ হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ৩১ নভেম্বর চাউল বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আলম রোকন, ইউপি সচিব মঈনুল ইসলাম, নীড ফাউন্ডেশন কর্মকর্তা রনি আক্তার ও সুবিধাভোগীগণ। এ কর্মসূচির আওতায় ২০১৯-২০অর্থ বছরে পাটিকাপাড়া ইউনিয়নের ১৩৯ জন দুঃস্থ মহিলার মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। জানা যায় যে, ভিজিডি চাল বিতরণকালে দুঃস্থ মহিলাদের নিকট থেকে কোনো টাকা আদায় করা হয় না।
ইউপি চেয়ারম্যান সফিউল আলম রোকন সুবিধাভোগীদের বলেন “ভিজিডি চাল কোনোভাবেই বিক্রি করা যাবে না যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে”।