বীরগঞ্জ,দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥- এই দেশ প্রত্যেকটি নাগরিকের এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই দেশে একটি সাম্প্রদায়ের অস্তিত্বকে সাংবাধানিক ভাবে স্বীকার দিয়ে অন্যান্য সকল ধর্মের সাংবিধানিক অধিকারকে খর্ব করেছিলেন। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই অধিকারকে নিশ্চিত করেছেন। ফলে এই দেশে সকল ধর্মের মানুষ তার নিজ ধর্ম নির্বিগ্নে পালন করবে তার নিশ^য়তা সরকার দিয়েছেন।
২৭ অক্টোবর রোববার রাতে হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মধ্যপাড়া বৈষ্ণবী কালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল বলেন, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান প্রত্যেকের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আর বাংলাদেশে প্রতিটি নাগরিকের স্বাধীনতাকে বর্তমান সরকার সমান ভাবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন। কিন্তু এই বাংলাদেশে কিছু ধর্মপাপী রয়েছে। কাজেই এই ধর্মপাপীদের বিরুদ্ধে মা-বোনসহ প্রত্যেককে সজাগ হতে হবে। প্রয়োজনে নিজের সম্মান-মর্যাদা রক্ষার্থে প্রত্যেক নারীকে মা কালি হতে হবে।
রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল ও সাধারন সম্পাদক আব্দুল লতিফ।
এর আগে এমপি গোপাল কাহারোল ও বীরগঞ্জ উপজেলা হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন কালী মন্দির পরিদর্শন করেছেন।