সুলতান আল একরাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহ – চুয়াডাঙ্গা সড়কে সরকারী ছাগল উন্নয়ন উপকেন্দ্রের সামনে রাস্তার পাশের কড়াই গাছের ডাল ভেঙ্গে সফিকুল ইসলাম ক্ষ্যাপা (৪৫) নামের ১ জনের মৃত্যু হয়েছে। সফিকুল ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর কলোনী পাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে। সফিকুল গতকাল বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে ভেন্নাতলা বাজারে যাওয়ার সময় ছাগল ফার্মের সামনে পৌছালে হঠাৎ করে কড়াই গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ে আহত হন, আহত অবস্থায় স্থানীয় লোকজন জন ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সমর স্থানীয় লোকজন বলেন বিভিন্ন রাস্তার পুরাতন গাছের ডাল গুলো কেটে দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাই। এই খবর শুনার পরে জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার বলেন জেলা পরিষদ মৃত সফিকুল ইসলামের পরিবারের পাসে দাড়াবে ও আর্থিক অনুদান প্রদান করবেন বলে জানান।