মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পোসাইনগরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রী বোঝায় সিএনজি চালিত অটোরিক্সা এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন ৫ জন।
নিহতরা হলেন, সোনালী পাল (৮), নার্গিস আক্তার (৪০) ।
আহতরা হলেন নিহত সোনালী পালের বাবা নিতাই পাল (৪০), মা ঝুমা পাল (৩৫), কুলাউড়া শহরের জয়পাশার রেনু মালাকার (৪০), মাগুরার বাসিন্দা জুড়ী উপজেলার আলী হোসেন (২০) ও সিএনজি অটোরিক্সা চালক মোঃ শাকিল (২০)।
কুলাউড়া থানার এসআই মোঃ হারুনুর রশিদ জানান, সবাই বড়লেখা উপজেলা থেকে আসার পথে কুলাউড়া উপজেলার পোসাইনগর নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।