বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥ দিনাজপুরের বীরগঞ্জে নিরাপদে মহাসড়কে চলাচল করার লক্ষ্যে বীরগঞ্জ থানা পুলিশের দিনভর রেজিষ্ট্রেশন ও হেলমেটবিহীন মোটর সাইকেল চলাচল না করার জন্য সচেতনতামূলক কার্যক্রম। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মোঃ আব্দুল ওয়ারেসের নেতৃত্বে অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, ওসি তদন্ত বিশ্বনাথ দাস গুপ্ত সহ বীরগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স শনিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে চালকদের হেলমেট পরিধান রেজিষ্ট্রেশন বিহীন অভিযানে চালিয়ে আটক করে জরিমানা ও আইনত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন বীরগঞ্জ থানা পুলিশ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মোঃ আব্দুল ওয়ারেস। তিনি বলেন, মোটর সাইকেল চালক ও আরোহী মহাসড়কে নিরাপদে চলাচল করার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বীরগঞ্জ উপজেলার সচেতন মহল। উল্লেখ্য শুক্রবার রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বীরগঞ্জ উপজেলার সকল রিপ্রেজেন্টিভদের সঙ্গে রেজিষ্ট্রেশন ও হেলমেট বিহীন বিষয়ক আলোচনা করেন।