মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন(জেলা প্রতিনিধি): হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বন্দর বাসস্টান্ডে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম পির খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ অক্টোবর, ২০১৯ রবিবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগের ৩ বারের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা, সম্ভাবনা পোডাকসন্সের প্রধান পৃষ্ঠপোষক ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য প্রদান করেন উক্ত সভার সভাপতি, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, হাতীবান্ধা উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার এসোসিয়েসনের সভাপতি আব্দুস সামাদ বাচ্চু। উক্ত সভায় উপস্থিত ছিলেন বন্দর বাসস্টান্ড কেন্দ্রের ডিলার ওয়ায়েস কুরুনী সবুজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে সুবিধাভোগীর মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভাটির সফল পরিসমাপ্তি ঘটে।