মোঃ হাসানূল কবীরঃ সোমবার ভোরে শার্শা উপজেলার শিকড়ী গ্রাম থেকে মালিকবিহীন ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং কাশিপুর গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ তরিকুল (পিতা- নুর হোসেন) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের নায়েক ইয়ার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শিকড়ী গ্রামের মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অন্যদিকে কাশিপুর গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ তরিকুল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আসামী ও ফেন্সিডিল থানায় হস্তান্তর করা হয়েছে।