বশির আহম্মেদ খলিফা ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দনগর গ্রাম এখন আমু নগর। এই অবহেলিত আমু নগরে শিক্ষায় পিছিয়ে জাতিকে শিক্ষিত করার লক্ষে এবং গ্রামকে আধুনিকায়নের লক্ষে এই গ্রামের কৃতি সন্তান এ্যাডভোকেট মো. আঃ মান্নান রসুল এর ভুমিকা অনস্বিকার্য। এ্যাডভোকেট মো. আঃ মান্নান রসুল ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির একাধারে ৬ বারের সভাপতি পাশাপাশি ঝালকাঠি জেলা পরিষদের সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড,. মো. আঃ মান্নান রসুল তিনি নিজের পৈত্রিক সম্পত্তি থেকে ৫০ শতাংশ আলহাজ্ব আমির হোসেন আমু স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা, ঈদগাহ মাঠ, জামে মসজিদ ও ৩০ শতাংশ জমি এতিমখানা নির্মানের লক্ষে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর নামে বিনা টাকায় সাব কবলা দিয়ে দেন। অবহেলিত আমু নগরে রাস্তা ঘাট ছিল অত্যন্ত খারাপ এবং ভাঙ্গাচোরা সেখানে মান্নান রসুলের কারনে পিচ ঢালা পথ আর মডেল গ্রাম।