এম.জাফরান হারুন, পটুয়াখালী থেকে.
থানায় কিংবা ফাড়িতে এসে কেউ যদি কাঙ্খিত সেবা না পান বা কোন ধরনের হয়রানির শিকার হন তাহলে “অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এর মোবাইল নম্বর 01713-374313 -এ কল করে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) একটি নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করে পুলিশ সুপার মহোদয়কে জানাবেন এবং পুলিশ সুপার মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান ꫰
পুলিশের সেবা আরও বেগবান করার লক্ষে পটুয়াখালী জেলা পুলিশ সুনির্দিষ্ট কর্মকর্তা নিয়োগ করে বুধবার ০৯ অক্টোবর ২০১৯ ইং পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম নিজে বিভিন্ন থানা ও ফাঁড়িতে গিয়ে এ সংক্রান্ত তথ্যের একটি বোর্ড ডিউটি অফিসারের কক্ষে ও প্রবেশ পথে লাগিয়ে দেন যাতে সর্বসাধারণের চোখে পড়ে꫰ এবং সবাই যেন এ সেবায় নিযোজিত হন꫰