মোঃ নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে নাগরিক সমাজ।
বুধবার (৯ অক্টোবর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। নাগরিক সমাজের প্রবীন নেতা আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শহিদুল ইসলাম, স্বারদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আখতার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, নিরাপদ সড়ক চাই-নিসচা’র নেতা রহমতুল্লাহ রহমত, মোছাঃ আফসানা ইমু, রবি আফরোজ ও বাসদ নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীটে এ ধরনের ঘটনা আজ আমাদের সমাজ ব্যবস্থাকে প্রশ্নের সম্মূখিন করেছে। এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তাদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদ, নাগরিক কমিটি ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।