স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৫৭টি সার্বজনীন পূজামণ্ডপে পূজার্চ্চনা শেষে বিজয়া দশমীতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে । মঙ্গলবার সন্ধ্যায় বিজয়া দশমী তিথিতে ঢেপাসহ বিভিন্ন নদ-নদী, দিঘী, জলাশয় ও পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
এদিকে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে বীরগঞ্জ পুলিশ প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্হা নিশ্চিত করে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।এই পাচ দিনে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।