ফজলার রহমান পলাশবাড়ী প্রতিনিধি– আসন্ন শরদীয় দুর্গাপুজা উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা,৮ মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক দানবীর মাজেদার রহমান দুলুর পক্ষ থেকে পলাশবাড়ী ও-সাদুল্লাপুর উপজেলার শতাধিক পুজা মন্ডবে ৩ লক্ষ টাকা ও ৫০০ পিচ ধুতি কাপর বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে তার প্রতিনিধিরা দুই উপজেলার প্রতিটি পুজা মন্ডবে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট পুজা মন্ডবের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে অনুদানের টাকা ও কাপর পৌছে দেয়।
প্রতিটি মন্ডবে সর্ব নিম্ন ১ হাজার ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনুদানের পাশাপাশি ২ টি করে ধুতি কাপর দেয়া হয়।
এসময় পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু সাধারন সম্পাদক উম্মেহানি ও মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি পলাশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাজেদার রহমান দুলু জানান ধর্ম যার যার উৎসব সবার।সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনের জন্য আমার ব্যাক্তিগত পক্ষ থেকে এই অনুদান প্রদান।