মোঃরুহুল আমিন রুবেল ঝালকাঠিথেকে।
ঝালকাঠি : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে, তার ভেতরেও একটি গোষ্ঠী যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে হস্তক্ষেপ করেছেন। তাই বাংলার মাটিতে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না। এমপি বলেন, এক সময় অনেক মন্ডবে পূজা উদযাপন করতে সাহস পেতেন না। এখন অত্যন্ত ঝাকঝমকপূর্ণভাবে সারাদেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থানার আহবান জানান। ঝালকাঠির রাজাপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধমাবলম্বীদের নিয়ে রোববার সন্ধ্যায় উপজেলার জেলখানা এলাকার দূর্গা মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ইউএনও সোহাগ হাওলাদার, ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) এএসপি মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।