বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষ্ণপুর মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলায় দুইবারের শ্রেষ্ঠ শিক্ষক লেখক মাহাবুর রহমান আর নেই।
শুক্রবার রাত সাড়ে ১২টায় ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইনলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার বিকেল ৫টায় জানাজায় নামাজের পর তার অকাল মৃত্যুতে বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক মানিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিনসহ উপজেলা শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ২৭ সেপ্টেম্বর শুক্রবারে কৃষ্ণপুর মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুর রহমান ব্রেন স্ট্রোক করেন।