মিলন শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হলেও নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে (রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) তিনজন শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮২ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় তিন নারী ও পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছে ২২ জন। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১৭ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।Pls pic dibenShow quoted text