স্টাফ রিপোর্টারঃ সকল সম্প্রদায়ের রক্তের আলপনায় অর্জিত এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ সকল সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করেছেন। পাশাপাশি সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজ করছে বলে জানিয়েছন বাংলাদেশ হিদু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনােরঞ্জন শীল গােপাল এমপি।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায় পূজা উদযাপন পরিষদের কর্মকান্ড গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বর্তমান সরকারের আমল নিয়োগ পদান্নতি বঞ্চনা না থাকলেও সারা দেশব্যাপী দেবাত্তর সম্পত্তি লুটপাটের পায়তারা করছে একটি মহল। তাদের বিরুদ্ধ সবাইকে সোজাগ থাকতে হবে। বিভিন্ন সময় সংখ্যালঘু নির্যাতনের বিচার না পাওয়ার আক্ষেপ তুলে ধরে সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানাের আহ্বান জানান তিনি।
১৪ই সেপ্টেম্বর শনিবার বীরগঞ্জ উপজেলা মহানামযজ্ঞানুষ্ঠান প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি গােপাল।
বীরগঞ্জ উপজলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়’র সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযােদ্ধা কামান্ডার কালিপদ রায়,
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গোবিন বর্মন, মহানামযজ্ঞানুষ্ঠানে সভাপতি গির্জা নাথ দাস, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরাজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, বিষ্ণু মন্দিরে সেবায়েত নিত্যানন্দ্র সাহা, মােহাম্মদপুরের ইউপি চেয়ারম্যান গােপাল দেব শর্মা, পূজা উদযাপন কমিটি সাবেক সভাপতি বিমল চন্দ্র দাস, মােহনপুর ইউপি সাবেক চেয়ারম্যান দিনেশ চন্দ্র শর্মা প্রমুখ।
শনিবার দুপুর ১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তালনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনে উদ্বােধন ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী। সম্মেলন বীরগঞ্জের ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।