স্বপ্নপূরী
-এ্যাড.মো:চাঁন মিঞা
আমার কল্পনায় গড়ে ছিলাম-
এক স্বপ্ন পূরী।
সেখানে আমি রাজা-
তুমি ছিলে রাজ-রানী
যেখানে ছিল শত ভৃত্য আমাকেই
কুনির্শ করি।
আমার ভালো লাগা ইচ্ছাই তারা
করিতো জারি।
কখনও তোমার মন জুগাতো তারা
নৃত্যগান করি।
যেখানে তুমি যেতে চাইলেই পারতে
উর্ধ্বোলকে উড়ি।
সাথে শত বিহঙ্গ পাঙ্খা মেলিয়া
করিতো উড়াউড়ি।
যেখানে ছিল ফুলে ভরা ফুল বাগিচা
প্রজাপতির উড়া উড়ি
সেখানে ছিল আলো আধারের খেলা
সারা আকাশ জুড়ি।
আর ঝিকিমিকি তারার ছড়াছড়ি
সেখানে যখন যা চেয়েছি পেয়েছি
সারা বছর জুরি
তুমি এসে তাতে দিয়েছো অনন্য যোগ করি
হে রাজ কুমারী
আমি তোমারি ভালোবাসায় সেই
স্বর্গ রাজ্যই দিয়েছি পাড়ি
যেখানে ছিলনা শংকা ডঙ্কা
কোন মৃত্যু পূরী
সেই স্বপ্নরাজ্য কে রে ভেঙ্গে দিল
আজ হঠাৎ করি।
(সংক্ষেপিত)