মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার।।
৬ সেপ্টেম্বর, ১৯ শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাহ্পুর বাগান বাড়িতে দিনাজপুর যুব ফোরামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের দিনাজপুর এপি, ভিডিসি ও শিশু ফোরামের সহযোগীতায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান-২০১৯ এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
” আসুন চারপাশ পরিষ্কার রাখি-ডেঙ্গু প্রতিরোধ করি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর যুব ফোরামের সভাপতি মোছাঃ লাবণী আক্তার আশা’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশনের দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার বার্ণাড কুজর ও স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার সঞ্চয় টমাস পিউরিফিকেশন।
আলোচনা শেষে শিশু ফোরামের সভাপতি মোঃ নাঈম বাদশা এবং যুব ফোরামের সভাপতি মোছাঃ লাবণী আক্তার আশা ও সহ-সভাপতি মোঃ রায়হান কবীর এর নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি করিমুল্লাহ্পুর বাগান বাড়ি থেকে শুরু করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে যুব ফোরাম, শিশু ফোরাম ও ভিডিসির সদস্যরা অংশগ্রহণ করে।