শাহ আলম,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে রবিবার বিকেলে পিন্টুর আম বাগানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়। পাতা খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।
খেলায় ৮টি দল অংশ গ্রহন করে। সব দলকে হারিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা দল বিজয় লাভ করে। দ্বিতীয় পুরষ্কার পায় পলাশবাড়ীর মংলিশপুর।পরে বিজয়ী দলকে ঘোড়াঘাট পৌর মেয়র পুরষ্কার হিসেবে একটি খাসি (ছাগাল) দল নেতার হাতে তুলে দেন। ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।