হাকিমপুর থানা পুলিশ গত ইং ০৬/০৯/১৯ তারিখ হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে –
১। মোছাঃ সুমি খাতুন (২৫), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-লালবাগ কে.ডি.সি রোড আলম নগর, থানা-তাজহাট, জেলা-রংপুর মেট্রপলিটন, রংপুর, ২। মোছাঃ উর্মী (২৯), স্বামী মোঃ জহুরুল ইসলাম, সাং-মধ্য বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর এবং ৩। ১। মোঃ শাহিনুর রহমান (৪৩), পিতা-মৃত ময়েজ উদ্দিন, সাং-হরেকৃষ্টপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরদের, কে গ্রেফতার করিয়া তাহাদের দখল হইতে ১১১ (একশত এগার) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫৬ (ছাপান্ন) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করিয়া তাহাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এছাড়াও আসামী ১। মোঃ শফিকুল ইসলাম রাজু, পিতা-মৃত ফজলুল, সাং-ধরন্দা, ২। মোসাঃ নুপুর আক্তার, পিতা-মোঃ মজিবর রহমান, সাং-দক্ষিন বাসুদেবপুর, উভয় থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।