বিকাশ ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বীরগঞ্জে তিন বন্ধু গোসল করতে গিয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার দুপুরে ঢেপা নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে গেলে বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের হঠাৎপাড়া এলাকার মোঃ আমিনুল ইসলামের ছেলে বীরগঞ্জ কবিনজরুল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাব্বী (১৫)এর মর্মান্তিক মৃত্যু হয়।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ইন্সপেক্টর নির্মল কুমার রায় জানান, বুধবার দুপুরে বীরগঞ্জ ঢেপা নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। সংবাদ পেয়ে তৎক্ষাণিকভাবে ফায়ার সার্ভিস এর একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা ধরে অনেক খুঁজাখুজির পর স্থানীয়দের সহযোগিতায় নদীতে জাল ফেলে রাব্বীর মৃত নিথর দেহ উদ্ধার হয় । দুই বন্ধু অক্ষত রয়েছে।