মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার।।
২ সেপ্টেম্বর, ১৯ সোমবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর চাউলিয়াপট্টিস্হ অম্বিকা কার্যালয়ে ” অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর ” এর আয়োজনে ৪র্থ মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর এর সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছড়াকার সোহেল করিম দিপু।
অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর এর সহ-সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন ইতি’র সন্চালনায় আলোচনা এবং স্ব-রচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন অম্বিকা’র উপদেষ্টা ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রহমান জুয়েল, সহ-সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন, সাধারণ-সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা), সহ সাধারণ-সম্পাদক মোঃ শাহাজাহান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক বেবী নাজনীন, কোষাধ্যক্ষ মুবাশ্বিরাহ্ মৌরসি, প্রচার সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস (বাবুল), সদস্য আবুল কালাম আজাদ, ও এস. এম. ছাখাওয়াত হোসেন।
সাহিত্য আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ছড়াকার সোহেল করিম দিপু, দিনাজপুর লেখক পরিষদ এর সহ-সভাপতি মোঃ আব্দুল হাই গালিব, কবি রেজাউল করিম, সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস এর সম্পাদক ও দিনাজপুর লেখক পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবু আহমেদ বাব্বা এবং মালিহা বিন্তে মসউদ প্রমুখ।
উল্লেখ্য যে, ” অম্বিকা সাহিত্য সম্ভার ¤ দিনাজপুর ” আয়োজিত সাহিত্য-চর্চ্চার লক্ষে প্রতি মাসের প্রথম সোমবার সন্ধ্যায় নিয়মিত ” অম্বিকা মাসিক সাহিত্য আসর ” অনুষ্ঠিত হয়।
” অম্বিকা সাহিত্য সম্ভার ” প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।