গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জীবনপুর গ্রামের মৃত-খাঁন মাহমুদ মুন্সীর ছেলে মৃত্যুর পথযাত্রী শয্যাশয়ী প্রবীন ব্যাক্তি আব্দুস ছোবাহান মুন্সী (১৪০)বছর বয়সেও পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড।
তিনি বয়স্ক ভাতা পাননি মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে বিষয়টি মাননীয় জেলা প্রশাসক,উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি গোচর হয়।
সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের নির্দেশে আজ রবিবার বিকাল৩ ঘটিকার সময় উপজেলা সমাজ সেবা অফিসার জনাব শফিউল ইসলাম মন্ডল নিজে তার বাড়ীতে গিয়ে আব্দুস ছোবাহান মুন্সীর হাতে বয়স্ক ভাতার কার্ড নিজ হাতে তুলে দেন।
দ্রুততম সময়ে বয়স্কভাতার কার্ড পেয়ে খুশি তার পরিবার। তিনি বিছানায় শয্যাশয়ী তার পরেও তার বয়স্ক ভাতার কার্ড বাড়ীতে গিয়ে তার হাতে তুলে দেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।